শারদীয় দূর্গাৎ উৎসব উপলে চাঁদপুরের হাজীগঞ্জে সহস্রাধিক পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। পৌর উদযাপন পরিষদের আয়োজনে রোববার সকালে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ বস্ত্র বিতরণ করা হয়।
বস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বাবু তমাল কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক বাবু গোপাল সাহা, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারন সম্পাদক কার্তিক চন্দ্র সরকার।
হাজীগঞ্জ পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাধাকান্ত দাস রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে কার্যকরি কমিটির পে বক্তব্য রাখেন, সাধারন সম্পাদক শ্যামল সাহা, সিনিয়র সহ-সভাপতি ডা. তাপস চন্দ্র সাহা, যুগ্ম সাধারন সম্পাদক সুমন রায় চৌধুরী প্রমুখ।
সাংগঠনিক সম্পাদক অজয় সাহার উপস্থাপনায় অনুষ্ঠানে সহ-সভাপতি প্রণব কুমার সাহা, প্রদীপ সাহা, যুগ্ম সাধারন সম্পাদক লক্ষ্মীকান্ত দাস, দপ্তর সম্পাদক সহদেব চক্রবর্তী, গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক প্রনব সাহা, মহিলা বিষয়ক সম্পাদক মিলি সাহাসহ কার্যকরী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন