Notuner Kotha

রাত ৮টার পর দোকান খোলা রাখায় শাহরাস্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রতিািনধির পাঠানো ছবি।

শাহরাস্তি প্রতিনিধি:

বিদ্যুৎ সাশ্রয়ে সরকার ঘোষিত নির্দেশনা অনুযায়ী রাত ৮টার পর থেকে দোকানপাট বন্ধ রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও প্রচারণা চালানো হয়েছে।

সোমবার (৮ আগষ্ট) রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) আমজাদ হোসেন এ অভিযান পরিচালনা করেন।

সহকারি কমিশনারের (ভূমি) কার্যালয় সূত্রে জানা যায়, বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের নির্দেশনা মানতে সচেতনতার অংশ হিসেবে উপজেলার মেহের কালিবাড়ি, ঠাকুর বাজার ও দোয়াভাঙ্গা এলাকায় প্রশাসনের পক্ষ থেকে প্রচারণা চালান উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) আমজাদ হোসেন। এ সময় সরকারি নির্দেশনা অমান্য করায় মেহের কালিবাড়ির চিটাগাং বেকারিকে ১০ হাজার টাকা ও দোয়াভাঙ্গার একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে।

এছাড়া অভিযান চলাকালে বিভিন্ন প্রতিষ্ঠান এবং বাজার সমূহের ব্যবসায়ী ও উৎসুক জনতার উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য রাখেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।