Notuner Kotha

শিক্ষার মানোন্নয়নে কাঁকৈরতলা জনতা কলেজে মতবিনিময় ও অভিভাবক সমাবেশ

হাজীগঞ্জে কাকৈরতলা জনতা কলেজের একাদশ শ্রেণির একজন শিক্ষার্থীর ফলাফল একজন অভিভাবকের হাতে তুলে দেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মো. মোশারফ হোসেন।

শিক্ষার মানোন্নয়নে হাজীগঞ্জের গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের কাঁকৈরতলা জনতা কলেজে মতবিনিময় সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত কলেজের হলরুমে অনুষ্ঠিত সমাবেশে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন, কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মো. মোশারফ হোসেন।

কলেজের অধ্য মো. মনিরুল হক পাটোয়ারীর সভাপতিত্বে এ সময় অভিভাবকদের উদ্দেশ্যে আরো বক্তব্য রাখেন, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য শাহআলম বাবুল, সহকারী অধ্যাপক মো. কবির হোসেন, অভিভাবকদের পে মো. আব্দুল্লাহ হক মানিক, মো. মফিজুল ইসলাম ভাট, মো. বেল্লাল হোসেন প্রমুখ।

প্রভাষক কাজী নজরুল ইসলামের উপস্থাপনায় মতবিনিময় ও অভিভাবক সমাবেশের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন শিার্থী মারজাহান আক্তার, গীতা পাঠ করেন মিঠু চন্দ্র ঘোষ। বক্তব্য শেষে একাদশ শ্রেণির শিার্থীদের পরীার ফলাফল অভিভাবকদের হাতে তুলে দেয়া হয়।

এসময় পরিচালনা পর্ষদের সদস্য কামরুন নাহার, সহকারী অধ্যাপক মো. আবুল কালাম, মো. আমিনুর রহমান, তাপস বিহারী দাস, মো. নুরুল আমিন ভুইয়া, শারমিন জাহানসহ অন্যান্য শিক, একাদশ ও দ্বাদশ শ্রেণির শিার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।