Notuner Kotha

মেয়াদ শেষে প্রশাসক নিয়োগ সংসদে আইন পাশ হওয়ায় ছেংগারচর পৌরসভায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

মতলব উত্তর ব্যুরো:
মেয়াদ শেষে প্রশাসক নিয়োগ বিধান রেখে স্থানীয় সরকার পৌরসভা সংশোধন আইন জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হওয়ায় চাঁদপুরের মতলব উত্তরের ছেংগারচর পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণ করেন।

শুক্রবার (১ এপ্রিল) বিকেলে ছেংগারচর বাজারে পৌর আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিলটি বের করে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় নেতা কর্মীরা মিষ্টি বিতরণ করেন।

ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও যুবলীগের সদস্য নাজমুল খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রতন ফরাজি, কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য লায়ন আরিফ উল্লাহ সরকার, বন ও পরিবেশে বিষয়ক উপ-কমিটির সদস্য আতিকুল ইসলাম শিমুল, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অ্যাড. মহসিন মিয়া মানিক।

এসময় উপস্থিত ছিলেন, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন ফরাজী, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি শরীফ উল্লাহ সরকার, উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক জসিম উদ্দিন সরকার, আওয়ামী লীগ নেতা চাঁন মিয়া প্রধান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একেএম আজাদ, পৌর শ্রমিকলীগের সভাপতি সিরাজুল ইসলাম সরকার, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, মাহবুব আলম বাবু, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী, আওয়ামী লীগ নেতা সফিকুল ইসলাম, পৌর যুবলীগ নেতা ওমর খান, মিল্টন সরকার, পৌর ছাত্রলীগ নেতা আবু হানিফ অপূর্ব, রাজিব’সহ নেতৃবৃন্দ।

সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা মেয়াদ শেষে প্রশাসক নিয়োগ সংসদে আইন পাশ হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বলেন, পৌর মেয়র রফিকুল আলম জজকে অপসারণ করে প্রশাসক নিয়োগ দেয়ার আহ্বান জানান। মেয়রের বিভিন্ন অপকর্ম তুলে ধরেন বক্তারা