Notuner Kotha

হাজীগঞ্জে ৬ দিনব্যাপী মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মেলার উদ্বোধন

হাজীগঞ্জে ৬ দিনব্যাপী মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ভার্চুয়ালি সংযুক্ত থেকে মেলার উদ্বোধন করেন মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।

মেলার উদ্বোধনীয় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমনো আক্তারের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মো. জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে বীরমুক্তিযোদ্ধাদের ফুল দিয়েবরণ করে নেয়া হয়।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো. মাইনুদ্দীনউপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলি পারভীন মিলি।

এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আবদুল হাদি, মিজানুর রহমান, মানিক হোসেন প্রধানীয়া, ইউসুফ প্রধানীয়া সুমন, মজিবুর রহমান, মোস্তফা কামাল মজুমদার, আলহাজ¦ কাজী নুরুর রহমান বেলাল, গিয়াসউদ্দিন বাচ্চু, এ কে এম মজিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা প্রকৌশলী রেজওয়ানুর রহমান।