Notuner Kotha

সামাজের অসঙ্গতি দূর করতে পুলিশের পাশা-পাশি সাধারণ জনগণকেও এগিয়ে আসতে হবে:অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ

মো. জহির হোসেন॥
হাজীগঞ্জ থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় থানা কমপাউন্ডে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।

ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ (পিপিএম)।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ বলেন, সামাজের অসঙ্গতি দূর করতে পুলিশের পাশা-পাশি সাধারণ জনগণকেও এগিয়ে আসতে হবে। মাদক, বাল্য বিবাবহ, ইভটিজিং এবং কিশোরগ্যাং নিয়ন্ত্রণে জিরোটলারেন্স নীতিতে থাকবে হাজীগঞ্জ থানা।

তিনি বলেন, মাদকের সাথে কোন আপোষ নেই। যুব সমাজকে মাদক থেকে ফিরিয়ে আনতে ও কিশোরদের মোবাইল আসক্তি কমাতে পরিবারের অনেক দায়িত্ব রয়েছে। আপনাদের সন্তান কখন কোথায় যায়, সে দিকে লক্ষ রাখবেন। মাদকের বিষয়ে কোন সন্ধান পেলে সাথে সাথে পুলিশকে জানাবেন। পুলিশ দ্রুত গতিতে ব্যবস্থা নেবে।

সভাপতিত্ব করেন হাজীগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবায়ের সৈয়দ।

বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আলহাজ¦ আলী আশরাফ দুলাল, সাধারণ সম্পাদক ও হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ¦ আসফাকুল আলম চৌধুরী, পৌর কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি রোটারিয়ান আহসান হাবিব অরুন, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিন্টু, পৌরসভার প্যানেল মেয়র-১ জাহিদুল আজহার বেপারী আলম, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী জসিমউদ্দিন, ইউপি চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. শাহআলম।