Notuner Kotha

প্রথম টি-টোয়েন্টি:৬১ রানের বড় ব্যবধানে বাংলাদেশের জয়

ক্রীড়া ডেস্ক:

টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটের অন্যতম সেরা দল আফগানিস্তানের বিপক্ষে দাপট দেখিয়ে জয় পেয়েছে বাংলাদেশ।

১৫৫ রান করেও ৬১ রানের বড় ব্যবধানে জিতেছে টাইগাররা। দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয়ের নায়ক নাসুম আহমেদ ও লিটন দাস।

খেলা শেষে এই দুই তারকার প্রশংসা করেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

তিনি বলেন, আফগানিস্তানের বিপক্ষে জিততে পেরে আমরা খুবই আনন্দিত। কারণ টি-টোয়েন্টিতে ওরা অন্যতম সেরা দল। আমরা এই জয়ের পর আর বসে থাকতে চাই না। আমাদের এখন টার্গেট পরের ম্যাচে জয়ের মধ্য দিয়ে ওয়ানডের মতো টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করা।

দলের জয়ে অবদান রাখা লিটন দাস ও নাসুম আহমেদের প্রশংসা করে রিয়াদ বলেন, ব্যাট হাতে লিটন দাস দুর্দান্ত খেলেছে। ২০ রানে দুই ওপেনারের বিদায়ের পর সে বাড়তি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। তার কারণেই আমরা চ্যালেঞ্জিং স্কোর গড়তে পেরেছি।

আর বল হাতে নাসুম আহমেদ সত্যিই ভালো করেছে। তার স্পেলটা দারুণ ছিল। সে একাই আফগান টপঅর্ডার ধসিয়ে দিয়েছে।