Notuner Kotha

সমাজের উন্নয়নের লক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে:  ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি

নিজস্ব প্রতিনিধি ॥

আওয়ামী লীগ সরকার বিদ্যালয়ের পাশাপাশি মাদ্রাসা শিক্ষাকেও গুরুত্ব প্রদান করে মসজিদ, মাদ্রাসার অবকাঠামো খাতে ব্যাপক উন্নতি করে আসছে। গতকাল কচুয়া উপজেলার নলুয়া হাজী ইদ্রিস মুন্সি শিশু সদনের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

তিনি বলেন, কড়ইয়া এলাকার জনগন আমাকে তাদের আপনজন হিসেবে মনে করে। আমিও কড়ইয়া এলাকার জনগনের ন্যায় মনে করি আমি কচুয়ার, পক্ষান্তরে কচুয়া আমার। তিনি আরো বলেন, এই এলাকার কৃতিসন্তান বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার একেএম আব্দুল মোতালেবের ন্যায় সবাইকে সমাজের উন্নয়নের লক্ষে এগিয়ে আসতে হবে। তাহলে খুব সহসায় সম্মিলিতভাবে আমরা কচুয়া থেকে নিরক্ষরতা দুর করে স্বাবলম্বী কচুয়া গড়ে তুলতে পারব।

হাজী ইদ্রিস মুন্সি শিশু সদনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার একেএম আব্দুল মোতালেবের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভপতি মো. হুমায়ুন কবির, আওয়ামীলীগ নেতা আলী আকবর শেঠ, ইউনিয়ন যুবলীগের আহবায়ক তারেক শামস মিঠু, যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, যুবলীগ নেতা সুমন মিয়াজী, ছাত্রলীগ নেতা শুকুর আলম মৃধা প্রমূখ।

এসময় বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমউল্লাহ, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম, আওয়ামী লীগ নেতা আবুল খায়ের মজুমদার, নাছির উদ্দিন প্রধান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুস সালাম সওদাগর, সাধারণ সম্পাদক আবু বকর মিয়াজীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে একই দিনে দৌলতপুর সুন্নিয়া দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন। নলুয়া চন্দ্রবান বিবি জামে মসজিদের উন্নয়ন কাজের উদ্বোধন, প্রয়াত আফসার উদ্দিনের মাজার উন্নয়ন কাজের উদ্বোধন,পালগিরি নলুয়া বাজার সড়কের পূনর্বাসন কাজের উদ্বোধন করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। পরে শ্রীরামপুরে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত আবদুর রশীদ প্রধানের কবর জিয়ারত করেন তিনি।

কচুয়া: কচুয়ায় হাজী ইদ্রিস মুন্সি শিশু সদনের নতুন ভবনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।