Notuner Kotha

আন্তর্জাতিক বাজারে তেলের মুল্যে ধ্বস

ফাইল ছবি-নতুনেরকথা।

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য এক লাফে ব্যারেলপ্রতি আরও ১০ ডলার কমেছে।

২০২০ সালের এপ্রিলের পর শুক্রবার সবচেয়ে বড় দরপতন হয় আন্তর্জাতিক বাজারে। খবর রয়টার্সের।

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার পরই হঠাৎ করে জ্বালানি তেলের দরপতন হয়।

করোনার এ নতুন ধরনের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য আরও কমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের মূল্য ছিল ৭২.৭২ ডলার, যা গত সপ্তাহের চেয়ে ৮ শতাংশ কম।

এর আগে ব্যারেলপ্রতি দাম ৮৫ ডলার ছাড়িয়ে গিয়েছিল। বর্তমানে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ও ব্রেন্ট অপরিশোধিত তেলের দর গত ছয় সপ্তাহের মধ্যে সবচেয়ে কম।

এর আগে গত ১৯ নভেম্বর আরেক দফা কমেছিল আন্তর্জাতিক বাজারে। তখন ৮৫ ডলার থেকে কমে ৭৯ ডলারে নেমে আসে।