সাইফুল ইসলাম সুমন॥
অগ্নিকাণ্ড সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও অগ্নি-নির্বাপণের বিভিন্ন কলা-কৌশল সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য কচুয়া থানা পুলিশ এবং চাঁদপুরের কচুয়া ফায়ার সার্ভিসের সমন্বয়ে এক অগ্নি-নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কচুয়া থানা মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে অগ্নি-নির্বাপণ যন্ত্র ও পানিবাহি গাড়ির সাহায্যে কিভাবে আগুন নেভাতে হয় তা প্রর্দশন করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
উক্ত মহড়ায় কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন, ওসি (তদন্ত) মো. ছানোয়ার হোসেন, সেকেন্ড অফিসার এসআই তাজুল ইসলাম, কচুয়া ফায়ার স্টেশন অফিসার মাহাতাব মন্ডল, টিম লিডার হেলাল মজুমদারসহ পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিস কর্মীরা উপস্থিত ছিলেন।