ইসমাইল হোসেন বিপ্লব,কচুয়া ॥
আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ দিবস উপলক্ষে দিবসটি ব্যাপক ভাবে পালনের লক্ষে চাঁদপুরের কচুয়া উপজেলা নিাপদ সড়ক নিরাপদ চাই (নিসচা) শাখার প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে কচুয়া বাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়।
নিরাপদ সড়ক চাই (নিসচা) কচুয়া উপজেলা শাখার সভাপতি সাংবাদিক জিসান আহমেদ নান্নু’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. মুক্তার মজুমদার পরিচালনায় বক্তব্য রাখেন,নারায়নপুর পৌরসভা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়ন যুগ্ম আহবায়ক মো. ওসমান গনি পাটওয়ারী, নিরাপদ সড়ক চাই কচুয়া শাখার সহ-সভাপতি সমির চন্দ্র রায়, যুগ্ন-সাধারন সম্পাদক মো.আমির হোসেন,প্রচার সম্পাদক ইসমাইল হোসেন বিপ্লব, সহ-প্রচার সম্পাদক রায়হান মিয়া, সদস্য বিমল সরকার ও সুখেন সরকার প্রমুখ।