নিজস্ব প্রতিনিধি ॥
কুমিল্লায় কোরআন অবমাননার ঘটনায় হাজীগঞ্জে প্রতিবাদ মিছিলে পুলিশের সাথে বিক্ষুব্ধ জনতার সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত তিন জনের দাফন সম্পন্ন হয়েছে। এদের মধ্যে নিহত একজনের লাশ গ্রামের বাড়ি চাপাই নবাবগঞ্জের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ময়নাতদন্ত শেষে নিহত চারজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ।
বুধবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে হাজীগঞ্জ পৌর এলাকার লক্ষ্মী নারায়ণ জিউর আখড়া (ত্রিনয়নী) পূজা মন্ডপে ও আশ্রম এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত ৩জনের মধ্যে হাজীগঞ্জ পৌর এলাকার ১১নং ওয়ার্ড রান্ধুনী মুড়ার শুকু কমিশনার বাড়ীর তাজুল ইসলামের ছেলে আল আমিন (১৮) ও একই ওয়ার্ডের সেকান্দর বেপারী বাড়ীর মো. ফজলুর ছেরে হৃদয় (১৪), রান্ধুনীমুড়া গ্রামের শামীম (১৯)। এদের তিনজনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এদিকে শ্রমিক বাবুলের লাশ তার স্বজনরা চাপাইনবাবগঞ্জ জেলার সুন্দরপুর বাগডাঙা নিয়ে গেছে। সেখানে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।