Notuner Kotha

শিশুরাই আগামি দিনের ভবিষ্যৎ তাই তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব প্রতিটি অভিভবকের : শারমিন আকতার

চাঁদপুর প্রতিনিধি।

মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আকতার বলেছেন, আজকের শিশুরাই আগামি দিনের ভবিষ্যত, তাই তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব প্রতিটি অভিভবাকের।

তিনি গতকাল (৪ জুলাই) চাঁদপুর জেলা তথ্য অফিস কর্তৃক আয়োজিত ২দিন ব্যাপী শিশু মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম এর আওতায় , জেলা তথ্য অফিসের আয়োজনে ৩ জুলাই থেকে মতলব উত্তর উপজেলায় ঠেটালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে দুই দিনব্যাপী শিশু মেলা, শিশুদের শিক্ষামূলক ষ্টল প্রদর্শন, র‌্যালি, চিত্রাংকন, কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি আরো বলেন শিশুদের মন কাদা মাটির ন্যায় তাদের এ বয়সে যা ভাল কিছু বুঝানো যাবে তাই তারা আয়ত্ব করবে। এ ব্যাপারে প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষককে অত্যন্ত শর্তকতা ও আন্তরিকতার সাথে শিশু শিক্ষার্থীদের পাঠদান করাতে হবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তারিক মাহমুদ, সরকারি শিশু পরিবারের সহকারি পরিচালক ফারহানা আমিন, সহকারি শিক্ষা অফিসার মাহফুজ মিয়া, উপজেলা সমন্বয় কর্মকর্তা সগির আহম্মদ সরকার, ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: দেলোয়ার হোসেন প্রমূখ।

আলোচনা শেষে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।