Notuner Kotha

মতলব উত্তরে অসহায় কৃষকের ধান কেটে দিল কৃষকলীগ

মতলব উত্তর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুকের নেতৃত্বে পূর্ব ফতেপুর ইউনিয়ন রসূলপুর কাজী বাড়ির পাশে অসহায় এক কৃষকের জমির ধান কেটে দেয়া হয়েছে।

মনিরুল ইসলাম মনির:

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এর অনুপ্রেরণায় মতলব উত্তর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুকের উদ্যোগে পূর্ব ফতেপুর ইউনিয়ন রসূলপুর কাজী বাড়ির পাশে অসহায় এক কৃষকের জমির ধান কেটে দেয়া হয়েছে।

শনিবার সকালে ফতেপুর পূর্ব ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ইমরান চৌধুরী রাজু ও সাধারণ সম্পাদক কাজী মোস্তাক আহাম্মদের আয়োজনে ধান কাটা অনুষ্ঠানের উপস্থিত ছিলেন- ফতেপুর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, উপজেলা কৃষকলীগ নেতা মোজাম্মেল হক, আমজাদ মুফতি’সহ বিভিন্ন ইউনিয়ন কৃষকলীগের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ।

কৃষকলীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক বলেছেন, কৃষক হচ্ছে প্রাচীন শ্রমিক। কৃষক আমাদের প্রতিদিনের খাদ্য যোগায়।ইতিহাস সাক্ষ্য দেয় অতীতের উন্নত জাতিগুলো কৃষিকার্যেও উন্নত ছিল। কৃষকের রক্ত ও ঘামেই আমাদের দেশটা অনুপম সৌন্দর্য, পুম্পময় কাব্যিক হয়ে উঠেছে।
তিনি বলেন, মতলব উত্তর উপজেলা কৃষক লীগের সকল নেতাকর্মী কৃষকের কল্যাণে সুখে-দুখে পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।

আরো উপস্থিত ছিলেন- মতলব উত্তর উপজেলা কৃষক লীগ সহ-প্রচার সম্পাদক মাইন উদ্দিন, ইসলামাবাদ ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মো. খলিলুর রহমান মেম্বার, কৃষক ফতেপুর পশ্চিম ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মো. ইলিয়াস মিয়াজী, এখলাছপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন, বাগান বাড়ি ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. ফারুক মেম্বার, সুলতানাবাদ ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সাইফুল ইসলাম স্বপন, গজরা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আনোয়ার হোসেন মোহনপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি এবাদুল হক মৃধা, গজরা ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম আরমান, কৃষকলীগ নেতা আনোয়ার হোসেন খান, মো. মন্টু নেতাসহ কৃষকলীগ নেতৃবৃন্দ।