Notuner Kotha

সাবেক এমপি এম এ মতিনের মৃত্যুতে ড. আলমগীর কবির পাটওয়ারীর শোকপ্রকাশ

বিশেষ প্রতিনিধি:

সাবেক এমপি এম এ মতিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপি নেতা আলহাজ্ব ড. মো. আলমগীর কবির পাটওয়ারী।

এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

তিনি বলেন, এম এ মতিন স্যার ছিলেন হাজীগঞ্জ শাহরাস্তির একজন অভিভাবক।  তার মৃত্যুতে জাতি একজন প্রবীণ রাজনীতিবিদকে হারালেন।

তিনি ছিলেন হাজীগঞ্জ শাহরাস্তির বিএনপির প্রতিষ্ঠাতা। বিএনপি নেতা-কর্মীদের প্রাণের স্পন্দন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরীক্ষিত আদর্শ সৈনিক।

এম এ মতিন স্যার শুধু একজন এমপিই ছিলেননা। তিনি ছিলেন একজন দক্ষ রাজনীতিক একজন দক্ষ শিক্ষক।

এ মহান নেতার মৃত্যুতে হাজীগঞ্জ-শাহরাস্তি তথা দেশবাসি একজন আদর্শ দেশপ্রেমিককে হারালেন। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহর যেনো তাঁকে জান্নাত নসিব করেন দলমত নির্বিশেষে সকলের কাছে সে দোয়া কামনা করছি।

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরস্তি) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম এ মতিন মারা গেছেন।

আজ মঙ্গলবার (২৬ মে) সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর মিরপুরে একটি হাসপাতালে বার্ধ্যক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।