Notuner Kotha

দেশের কোথাও চাঁদ দেখা যায়নি, সোমবার ঈদ

শনিবার সন্ধ্যায় বাংলাদেশের কোথাও শাওয়ালের চাঁদ দেখা যায়নি। আগামী সোমবার মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আজ শনিবার চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।

কমিটির বৈঠতে সভাপতিত্বকারী ধর্ম সচিব মো. নূরুল ইসলাম সাংবাদিকদের বলেন, বাংলাদেশের কোনো জেলা থেকে চাঁদ দেখার খবর আসেনি। সে হিসেবে এ বছর ৩০ রোজা পুরো করে সোমবার ঈদ হবে। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এবার রোজার ঈদ হবে রোববার।

এদিকে করোনাভাইরাস মহামারির কারণে এবার ঈদগাহর পরিবর্তে শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে মসজিদে অনুষ্ঠিত হবে ঈদের জামাত।  আর করোনাভাইরাস সংক্রমণ রোধে এবার জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের কোনো জামাত হবে না।

শুক্রবার জুময়াতুল বিদার জামায়াত শেষে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি আবদুর রউফ জানান, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে ঈদুল ফিতরের ৩টি জামায়াত অনুষ্ঠিত হবে। প্রথম জামায়াত সকাল ৬টায়, দ্বিতীয় জামায়াত সকাল ৮টায় ও তৃতীয় জামায়াত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।