Notuner Kotha

ফরিদগঞ্জে কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগের কর্মীরা

ফরিদগঞ্জের শ্রমিকের অভাবে মাঠেই নষ্ট হওয়ার উক্রম হচ্ছে ধান। কৃষকের ধান কেটে বাড়ী পৌঁছে দিচ্ছে ছাত্রলীগ।

প্রবীর চক্রবর্তী :

বোরো মৌসুমে ধান কাটার লোকবল না পাওয়ায় ফরিদগঞ্জে ছাত্রলীগের নেতাকর্মীরা নিজেরাই কৃষকের ধান কেটে দিয়েছে। বৃহষ্পতিবার পৌর এলাকার কেরোয়া গ্রামের দুই কৃষকের প্রায় ২৭শতক জমির ধান তারা কেটে দেয়।

উপজেলা ছাত্র লীগের নেতা আল আমিন জানায়, ফরিদগঞ্জ পৌরসভার ১ নং ও ২নং ওয়ার্ডের কেরোয়া গ্রামের দুই কৃষক পাকা ধান কাটা নিয়ে বিপদে পড়ার সংবাদ তারা পায়। বৃহষ্পতিবার সকালে সেসহ ছাত্র লীগের সারোয়ার হোসরে রনি, সৈকত মিজি, রিমন মেহেদী, আব্দুল্ল্যা গাজী, আহমদ আরমান, আবুল কাশেম, আ: হামিদ, সাহেদ, সুমনসহ বেশকয়েকজন নেতাকর্মী ওই দুই কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দেয়। সে জানায়, দরিদ্র ও অসহায় কৃষক যদি অর্থাভাবে ধান কাটতে না পারে, তবে তারা উপজেলার যেই প্রান্তেই হউক না কেন, তারা যেয়ে ধান কেটে দিবে।#