Notuner Kotha

হাইমচরে কোস্টগার্ডের অভিযানে ২ লাখ মিটার জাল ও ১ হাজার কেজি জাটকা জব্দ

হাইমচর প্রতিনিধি:

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে হাইমচর মেঘনা নদীতে জাটকা নিধনকালে জেলেদের রেখে যাওয়া ১ হাজার কেজি ইলিশের পোনা জাটকা ও ২লাখ মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত মেঘনা নদীতে অভিযান চালিয়ে এসব জাটকা ও জাল জব্দ করা হয়। জাটকাগুলো গরীবদের মাঝে বিতরণ ও জব্দকৃত জাল কোস্টগার্ড জেটিতে মৎস্য কর্মকর্তা উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

হাইমচর উপজেলা মৎস্য অফিস থেকে জানানো হয়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেজবা উল আলম ভূঁইয়ার নির্দেশে মঙ্গলবার সন্ধ্যা ৬ থেকে রাত ৮ টা পর্যন্ত অভিযান চালিয়ে ২ লক্ষ মিটার কারেন্ট জাল, ২৮ হাত লম্বা একটা নৌকা এবং ১ হাজার কেজি জাটকা জব্দ করেন। অভিযানে নেতৃত্ব দেন হাইমচর উপজেলা মৎস্য অফিসার মিজানুর রহমান ও কোস্ট গার্ড পেটি অফিসার ইমদাদুল হক। অভিযানের টের পেয়ে জেলেরা পালিয়ে যায়।

পরে উপজেলার ২নং উত্তর আলগী ইউনিয়ন ৯নং ওয়ার্ড ইউপি সদস্য আবুল হোসেন মিজির উপস্থিতিতে জাল আগুনে পুড়ে ধংস করা হয় এবং জাটকা এলাকার গরীবদেরকে বিতরণ করে দেওয়া হয়।