Notuner Kotha

চাঁদপুরে আরো ২ করোনাে রোগী সনাক্ত, রিপোর্ট অপেক্ষামান ২৫ জনের

চাঁদপুর, ২০ এপ্রিল, সোমবার:

চাঁদপুর জেলায় করোনা ভাইরাস আরও দুই জনের সনাক্ত হয়েছে। এর মধ্যে একজনের বাড়ী চাঁদপুর সদরে এবং অপরজন হাইমচর উপজেলার।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে ঢাকা থেকে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ে ২৫জনের রিপোর্ট আসে। এর মধ্যে ২৩ জনের নেগেটিভ এবং ২ জনের প্রজেটিভ। নতুন দুইজনসহ আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ১২জনে।

আরো পড়ুন: চাঁদপুরে আরো ২ করোনাে রোগী সনাক্ত, রিপোর্ট অপেক্ষামান ২৫ জনের

চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ মো. সাখাওয়াত উল্লাহ এসব তথ্য নিশ্চিত করে জানান, এই পর্যন্ত জেলা সদর ও উপজেলা থেকে ১৮৯জনের করোনা নমুনা পরীক্ষা সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করা হয়েছে। এর মধ্যে ১৬৪ জনের রিপোর্ট পেয়েছি। অপক্ষে্মান রয়েছে ২৫ জনের।

আক্রান্তদের মধ্যে ১০জন চিকিৎসাধীন। একজনের মৃত্যু হয়েছে এবং একজন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলার কামরাঙ্গায় নিহত ফয়সালের শ্বশুর (৬৫)। ওই বাড়ী থেকে ৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ৪ জনের নেগেটিভ রিপোর্ট আসে। অপর আক্রান্ত হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের ইশানবালার ঢাকা থেকে বাড়ীতে আসা ১২ বছর বয়সী একটি মেয়ে।