Notuner Kotha

লকডাউন উপেক্ষা করে অর্ধেক শাটার খুলে ব্যবসা, ১১ দোকানদারকে জরিমানা

গাজী মহিনউদ্দিন:

লকডাউন উপেক্ষা করে হাজীগঞ্জ বাজারে অর্ধেক শাটার খুলে ব্যবসা করার দায়ে ১১ দোকানদেরকে ২০ হাজার ৫’শ টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বৈশাখী বড়ুয়া।

বুধবার দুপরে হাজীগঞ্জ বাজারের বিভিন্ন গলিতে নির্ধারিত নিত্য প্রয়োজনীয় দোকান ছাড়া অন্যান্য দোকান খোলা রাখায় এ জরিমনা করা হয়।

জরিমানা আদায়কালে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবদুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের সিইও মোহাম্মদ নাছিরউদ্দিন উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া তার ফেসবুক আইডি Uno Hajigonj Chandpur    ছবিগুলো শেয়ার করে বিস্তারিত লেখেন।

১৫.৪.২০২০
★অর্ধেক শাটার খুলে জিনিসপত্র বিক্রি করছেন আপনারা,ম্যাজিস্ট্রেট/পুলিশ দেখলেই ক্রেতাসহ শাটার বন্ধ করে দোকানের ভিতর…
★কেন এসেছেন বাজারে জিজ্ঞেস করলে বলছেন,ব্যাংকে,হাসপাতালে,ওষুধ কিনতে,আমরা বিশ্বাস করছি আপনি সত্যি বলছেন,কিন্তু মিথ্যে বললে ক্ষতি আপনারই হবে..
★কিছুদিন ডাল-ভাত খেয়ে জীবন কাটালে কিই বা হবে?প্রতিদিন সব্জি,মাছ-মাংস কিনতে বাজারে আসতে হয়?প্রতিদিন ওষুধ কিনতে হয়?
……….দুনিয়াতে বেচে থাকলে ব্যবসাও করতে পারবেন,পোলাও, মাছ-মাংসও মনভরে খেতে পারবেন।একটু ঘরে থেকে সুস্থ থাকার চেষ্টা করেন, দুনিয়াতে থাকার চেষ্টা করেন।
আজ হাজীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক ১১টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২০,৫০০ টাকা জরিমানা করা হয়।
বৈশাখী বড়ুয়া
উপজেলা নির্বাহী অফিসার
হাজীগঞ্জ, চাঁদপুর।