শাহরাস্তিতে অন্তঃসত্ত্বা গৃহবধুকে মারধর, থানায় অভিযোগ

  • আপডেট: ০৪:৩৭:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০
  • ৩২

শাহরাস্তি থেকে মোঃ হাবিবুর রহমান ভূঁইয়াঃ

শাহরাস্তিতে ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূক টাকার জন্য মারধর করেছে স্বামী। এ ঘটনায়  থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার বিবরনে জানা যায়, শাহরাস্তি উপজেলার সুচিপাড়া দক্ষিন ইউনিয়নের কেশরাঙ্গা মজুমদার বাড়ির মোঃ আনোয়ার হোসেন(৪৫) পিতামৃতঃ মোঃ আইয়ুব আলী প্রায় পনর বছর পূর্বে লক্ষীপুর জেলার রামগঞ্জ  উপজেলার আশারগোটা ভূঁইয়া বাড়ির মোঃ আবদুল হাকিমের মেয়ে হাসিনা বেগম (৩৫) কে ইসলামী শরিয়তে বিবাহ করে।

বিবাহের সময় যৌতুক হিসাবে দুই লক্ষ টাকা নেয়িছ। এর ৪/৫ বছর পরে তাদের বাড়িতে একটি জমি কিনার কথা বলে দুই লাক্ষ পঞ্চাশ হাজার টাকা নেয়েছে আমার মেয়ের নামে জমি কিনবে বলে।  কিন্তু মেয়ের নামে কোন জমি কিনে নাই।  ঢাকাতে সি এনজি কিনার জন্য নিয়েছে তিন লাক্ষ টাকা।

ডাক্তারী খরচ বাবদ নিয়েছ হাওলাত হিসাবে পঞ্চা হাজার টাকা।  আর দশ বিশ হাজার টাকাতো আছেই। এরই মাঝে তার তিনটি সন্তান দুনিয়াতে আসে।  ভাইদের কাছ থেকে নেওয়া হাউলাতী টাকা চাইলে শুরু হয়ে যায় নির্যাতন।

প্রায় সময় নতুন করে টাকা দাবী করলে,  হাসিনা দিবে না বল্লে তাকে মার ধর করে গত ৭ এপ্রিল সকাল আনুমানিক সাড়ে নয়টার দিকে।  হাসিনা আট মাসের অন্তঃসত্ত্বা পেটের বাচ্চা নষ্ট করার  তাকে মারধর করে। তালাক ও প্রানে মারার হুমকি দেয়।   ঘটনার দিন প্রানে মারার চেষ্টা কালে বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে। শাহরাস্তি হাসপাতালে পাঠায়।

পুলিশ খবর দিলে  এ এস আই সৈকত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে গত ৯/৪/২০২০ ইং তারিখে তিনজনকে আসামী করে শাহরাস্তি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।   উপরোক্ত কথাগুলো বলেছেন হাসিনা বেগম এর মা তাহেরা বেগম।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

শাহরাস্তিতে অন্তঃসত্ত্বা গৃহবধুকে মারধর, থানায় অভিযোগ

আপডেট: ০৪:৩৭:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০

শাহরাস্তি থেকে মোঃ হাবিবুর রহমান ভূঁইয়াঃ

শাহরাস্তিতে ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূক টাকার জন্য মারধর করেছে স্বামী। এ ঘটনায়  থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার বিবরনে জানা যায়, শাহরাস্তি উপজেলার সুচিপাড়া দক্ষিন ইউনিয়নের কেশরাঙ্গা মজুমদার বাড়ির মোঃ আনোয়ার হোসেন(৪৫) পিতামৃতঃ মোঃ আইয়ুব আলী প্রায় পনর বছর পূর্বে লক্ষীপুর জেলার রামগঞ্জ  উপজেলার আশারগোটা ভূঁইয়া বাড়ির মোঃ আবদুল হাকিমের মেয়ে হাসিনা বেগম (৩৫) কে ইসলামী শরিয়তে বিবাহ করে।

বিবাহের সময় যৌতুক হিসাবে দুই লক্ষ টাকা নেয়িছ। এর ৪/৫ বছর পরে তাদের বাড়িতে একটি জমি কিনার কথা বলে দুই লাক্ষ পঞ্চাশ হাজার টাকা নেয়েছে আমার মেয়ের নামে জমি কিনবে বলে।  কিন্তু মেয়ের নামে কোন জমি কিনে নাই।  ঢাকাতে সি এনজি কিনার জন্য নিয়েছে তিন লাক্ষ টাকা।

ডাক্তারী খরচ বাবদ নিয়েছ হাওলাত হিসাবে পঞ্চা হাজার টাকা।  আর দশ বিশ হাজার টাকাতো আছেই। এরই মাঝে তার তিনটি সন্তান দুনিয়াতে আসে।  ভাইদের কাছ থেকে নেওয়া হাউলাতী টাকা চাইলে শুরু হয়ে যায় নির্যাতন।

প্রায় সময় নতুন করে টাকা দাবী করলে,  হাসিনা দিবে না বল্লে তাকে মার ধর করে গত ৭ এপ্রিল সকাল আনুমানিক সাড়ে নয়টার দিকে।  হাসিনা আট মাসের অন্তঃসত্ত্বা পেটের বাচ্চা নষ্ট করার  তাকে মারধর করে। তালাক ও প্রানে মারার হুমকি দেয়।   ঘটনার দিন প্রানে মারার চেষ্টা কালে বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে। শাহরাস্তি হাসপাতালে পাঠায়।

পুলিশ খবর দিলে  এ এস আই সৈকত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে গত ৯/৪/২০২০ ইং তারিখে তিনজনকে আসামী করে শাহরাস্তি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।   উপরোক্ত কথাগুলো বলেছেন হাসিনা বেগম এর মা তাহেরা বেগম।