Notuner Kotha

হাইমচরে ৬ ইউনিয়নে উপজেলা প্রশাসনের খাদ্য সহায়তা বিতরণ

হাইমচর প্রতিনিধি:

চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনার পূর্ব ও পশ্চিম পাড়ের ৬টি ইউনিয়নে গরীব অসহায় ও দিনমজুর মানুষের মাঝে খাদ্য সহয়তা বিতরণ শুরু হয়েছে।

রোববার (২৯ মার্চ) উপজেলার বিভিন্ন এলাকায় খাদ্য সহায়তা নিয়ে মানুষের বাড়ী বাড়ী গিয়ে তাদের হাতে পৌঁছেদেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌসি বেগম।

এ সময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেজবা উল আলম ভুঁইয়াসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, হাইমচর উজেলায় সাধারণ মানুষকে আমরা করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামুলক সকল প্রদক্ষেপ নিয়েছি। ইতোমধ্যে সেনাবাহিনীর সদস্যরা এসে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য কাজ করেছেন। সাধারণ মানুষ যাতে করে খাদ্যে কষ্ট না পায় সে জন্য সরকারের পক্ষ থেকে যেসব সহায়তা আসছে, আমরা তা মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য কাজ করে যাচ্ছি। এমন পরিস্থিতিতে করোনা প্রতিরোধে সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন।

তিনি আরো বলেন, করোনা প্রতিরোধে সকলকে আতংকিত না হওয়ার জন্য বলা হচ্ছে। সচেতন হলে এই রোগ প্রতিরোধ করা সম্ভব। তার জন্য সকলকে সরকারি নিদের্শনা মানতে হবে।