Notuner Kotha

ফরিদগঞ্জে জাতির পিতার জন্মশতবার্ষিকী পালন

ফরিদগঞ্জ ব্যুরো :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর উপলক্ষ্যে মঙ্গলবার সকালে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, ফরিদগঞ্জ থানা, ফরিদগঞ্জ পৌরসভা, ফরিদগঞ্জ প্রেসক্লাব, ফরিদগঞ্জ স্বাস্থ্যবিভাগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধাঞ্জলী নিবেদন করে।

উপজেলা প্রশাসন ব্যাপক কর্মসূচী নিলেও করোনা পরিস্থিতির কারণে তার সংক্ষিপ্ত করা হয়। শ্রদ্ধাঞ্জলী নিবেদন শেষে পরে উপজেলা সমাজে সেবা অফিস ৩০জন ক্যান্সার আক্রান্ত রোগীকে চেক বিতরণ করে।এসময় উপস্থিত উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, ইউএনও শিউলী হরি, সহকারি কমিশনার(ভুমি) শারমিন আক্তার, উপজেলা প্রকৌশলী ড. মো: জিয়াউল ইসলাম মজুমদার, জেলা পরিষদ সদস্য মশিউর রহমানসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি কর্মকর্তাবৃন্দ।