Notuner Kotha

মতলব উত্তরে ৩শ’ কেজি জাটকা ও ৫০ হাজার মিটার কারেন্ট জাল আটক

মনিরুল ইসলাম মনির :
মতলব উত্তর উপজেলার এখলাছপুর-মোহনপুর এলাকায় এমভি কর্ণফুলী-১ ও কোকো-১ লঞ্চ থেকে ৩০০ কেজি জাটকা ইলিশ ও ৫০হাজার মিটার কারেন্ট জাল আটক করেছে মতলব উত্তর কোস্টগার্ড সদস্যরা।
সোমবার (২৮ ফেব্রুয়ারী) গভীর রাতে মেঘনা নদী থেকে এ জাটকা ইলিশ ও কারেন্ট জাল আটক করা হয়। অভিযানের নেতৃত্ব দেন কন্টিনজেন্ট কমান্ডার মো. আ. মালেক।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা বরিশাল থেকে ঢাকা যাওয়ার পথে এমভি কর্ণফুলী-১ ও কোকো-১ লঞ্চ থেকে ৩০০ কেজি জাটকা ইলিশ যার বাজার মূল্য ৯০হাজার টাকা ও ৫০হাজার মিটার কারেন্ট জাল যার বাজার মূল্য ২লাখ টাকা আটক করতে সক্ষম হই।

তিনি আরো জানান, জাটকা ইলিশ রক্ষা করার লক্ষ্যে উপজেলাধীন আমিরাবাদ হইতে ষাটনল পর্যন্ত যাতে কেউ মাছ ধরার নৌকা নিয়ে নদীতে নামতে না পারে, সে লক্ষ্যে কাজ করছি।
আটককৃত জাটকা ইলিশ উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তার কার্যালয়ের লীফ মামুনুর রশীদ এর উপস্থিতিতে স্থানীয় এতিমখানায় ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।