Notuner Kotha

মতলবে চার স’মিলকে ৩৫ হাজার টাকা জরিমানা ॥ বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন

মতলব প্রতিনিধি:

মতলব পৌরসভায় লাইসেন্স ছাড়া স’মিল (করাত কল) পরিচালনায় দায়ে ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা ও বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল ১৮ ফেব্রুয়ারি মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা হক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের এই জরিমানা করেন।
জানা যায়, করাত কল আইনে (বিধিমালা ২০১২) আওতায় লাইসেন্সে ছাড়া ব্যবসার পরিচালনায় দায়ে মতলব পৌরসভার বরদিয়া আড়ং বাজারের সাত্তার মোল্লা স’মিল, শরিফ সহিদউল্লা স’মিল ও আলমাছ মৃধা স’মিলকে ১০ হাজার টাকা করে এবং বারোঠালিয়ার মোকলেছ স’মিলকে ৫ হাজার টাকা অর্থ জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। সেই সাথে বিদ্যুৎ সংযোগের লাইন বিচ্ছিন্ন করার জন্য আদেশ প্রদান করেন।
বিদ্যুৎ লাইন বিচ্ছিন্নকরণের বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতির মতলব জোনাল অফিসের ডিজিএম মৃদুল কান্তি চাকমা বলেন, ওই চার স’মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।