Notuner Kotha

কিছু রাজাকারের সন্তান আওয়ামী লীগে অনুপ্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করছে: রফিকুল ইসলাম বীরউত্তম এমপি

হাজীগঞ্জ, ১৬ ফেব্রুয়ারি, রবিবার॥
চাঁদপুর-৫ আসনের সাংসদ, মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম বলেছেন, আমি লুটপাটের জন্য আসিনি, হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে এসেছি।
তিনি রবিবার দুপরে চাঁদপুরের হাজীগঞ্জ পূর্ব বড়কুল ইউনিয়নে হাজীগঞ্জ ফেরিঘাট টু বড়কুল ইউনিয়ন অফিস সড়ক উদ্বোধন শেষে স্থানীয় আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথি বলেন, কিছু রাজাকারের সন্তান আওয়ামী লীগে অনুপ্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তাদের বিষয়ে আপনারা স্বজাগ থাকবেন। যারা উন্নয়নের নামে লুটপাট করেছে, গরীবের হক মেরে খেয়েছে তাদের তালিকা তৈরী করা হচ্ছে।
মেজর রফিক বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের মানুষের জন্য কাজ করতে গিয়ে জীবন দিয়েছেন। তাঁরই কন্যা জননেত্রী শেখ হাসিনা মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছে।
তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নে রোল মডেল। শিক্ষা, যোগা-যোগা, নৌ-বিমানব পথ সব জায়গাতেই উন্নয়ন হয়েছে। গ্রামে এখন আর কাঁচা সড়ক চোখে পড়েনা।
উপজেলা নির্বাহী অফিসার বৈশাখী বড়ুয়া, উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির চেয়ারম্যান, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবদুর রশিদ মজুমদার, যুগ্ম সমন্বয়ক ও উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হাজী জসিম, বড়কুল পূর্ব ইউনিয়ন উন্নয়ন কমিটির প্রধান সমন্বয়ক আলহাজ্ব শাহ এমরান হোসেন বাচ্চু, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জাফর আহমদ,মুক্তিযুদ্ধা হাফেজ আহমেদ, আলাউদ্দিন খোকন মজুমদার, মহিলা মেম্বার হোসনে আরা, মুক্তিযুদ্ধা তকদির আহমেদ প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন ইউপি আলহাজ¦ আবদুল হাদি, চেয়ারম্যান মির্জা জলিলুর রহমান দুলাল, জাকির হোসেন লিটু, মানিক হোসেন প্রধানীয়া, গিয়াসউদ্দিন বাচ্চু, কবির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী সেলিম, আওয়ামী লীগ নেতা অধ্যাপক স্বপন পাল, হাটিলা পশ্চিম ইউনিয়নের পুলিশিং কমিটির সভাপতি মোশারফ হোসেন মুশু, সাবেক ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক সোহরাব হোসেন মিয়াজী, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দুলাল হোসেন দুলাল, আওয়ামী লীগ নেতা হাজী আবদুল মান্নান, আবদুর রহমান মোল্লা, উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, যুগ্ম আহবায়ক আলী নুর নিপু, হাটিলা পূর্ব ইউনিয়ন যুবলীগের আহবায়ক রাসেল মজুমদার, যুগ্ম আহবায়ক সাখাওয়াত হোসেন, হাটিলা পশ্চিম ইউনিয়ন যুবলীগের আহবায়ক হাছান বকাউল, যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেন মিশু, কালচোঁ দক্ষিণ ইউনিয়ন যুবলীগের আহবায়ক শ্যামল শীল, যুগ্ম আহবায়ক আলী আশরাফ, বড়কুল পূর্ব ইউনিয়ন যুবলীগের সভাপতি এনায়েত করিম ইছহাক, বড়কুল পশ্চিম ইউনিয়ন যুবলীগের আহবায়ক লোটার দেলোয়ার, সাধারণ সম্পাদক সুমন ২নং বাকিলা ইউনিয়ন যুবলীগের আহবায়ক ইব্রাহীম রনি, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাছান রাব্বি, ছাত্রলীগ নেতা কাজী সরোয়ার, কাজী রাজু প্রমূখ’সহ হাজার হাজার নেতা-কর্মী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর পূর্বে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমানের নেতৃত্বে ৩ সহস্রাধীক নেতা-কর্মী ব্যানার ফেস্টুন নিয়ে মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপিকে ঢাক-ঢোল পিটিয়ে মিছিল নিয়ে স্বাগত জানান।