Notuner Kotha

সমাজের প্রতি কবি লেখকদের কমিটমেন্ট থাকা উচিত

ফরিদগঞ্জ ব্যুরো :
শিল্প-সাহিত্যের ঐতিহ্যবাহী সংগঠন ফরিদগঞ্জ লেখক ফোরামের সাহিত্য আড্ডা ও ঈদ পরবর্তী মিলন সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সাহিত্য বিভাগের পরিচালক কবি ফাতেমা আক্তার শিল্পীর সভাপতিত্বে, উপপরিচালক ইয়াছিন দেওয়ানের পরিচালনায় ৩৭৬ তম সাহিত্য আড্ডা শুরু হয়। শুক্রবার বিকেলে লেখক ফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠনটি সম্পন্ন হয়।
আড্ডার সারথি হিসেবে চাঁদপুর থেকে এসে যোগদান করেন চর্যাপদ সাহিত্য একাডেমির মহাপরিচালক কবি রফিকুজ্জামান রণি, চর্যাপদ সাহিত্য একাডেমির নিয়ন্ত্রণ পরিষদের চেয়ারম্যান ও সাহিত্য মঞ্চের সহ-সভাপতি কবি আসাদুল্লাহ কাহাফ ও চ্যানেল নাইন এর জেলা প্রতিনিধি সাংবাদিক নাছির পাঠান। অনুষ্ঠানে ঈদ বিষয় স্মৃতিচারণসহ সাহিত্যপাঠ ও দেশ বিদেশের সাহিত্য নিয়ে ব্যাপক আলোচনা হয়। আলোচনা ও সাহিত্যপাঠে আরো অংশ নিয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক নূরুল ইসলাম ফরহাদ, চারন কবি মো. তছলিম, মোস্তফা কামাল মুকুল, জাকির হোসেন সৈকত, মহসীন হাসান শুভ্র, মোহাম্মদ হোসেন মিলন, জাহিদুল ইসলাম ফাহিম, এহসান পাঠান, শামীম হাসান, রাসেল ইব্রাহীম, ফাতেমা আক্তার লিলি, জাহেদা আক্তার, সালমা জাহান লুনা, সাহেদ হোসেন, আহম্মেদ সাকিব, মো.কাউসার সহ আরও অনেকে।
আপ্যায়ন ও ঈদ আনন্দের মতো এক চমৎকার পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শেষ হয়।