Notuner Kotha

চান্দ্রায় তথ্যকেন্দ্র কর্তৃক আয়োজিত নারীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত

সজীব খানঃ
শেখ হাসিনার সহায়তায়, তথ্য আপা পথ দেখায়”এই শ্লোগানকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের দক্ষিন বালিয়া গ্রামে তথ্যকেন্দ্র কর্তৃক আয়োজিত নারীদের নিয়ে জানুয়ারি /২য় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে সদর উপজেলা তথ্য আপা ফাতেমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চান্দ্রা ইউনিয়নের সহকারী সাজর্ন ডাঃ সাগর কান্তি মন্ডল, চান্দ্রা ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালুসহ ওয়ার্ড মেম্বার, সমাজ সেবক, রাজনীতিবিদ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ বক্তব্য রাখেন। উঠান বৈঠকে নারীর স্বাস্থ্য সেবা, স্বাস্থ্য হেল্পলাইন, কমিউনিটি ক্লিনিক সেবা, জরায়ু সমস্যা, বাল্য বিবাহেরর কুফল, গুজব , নারীর আইনগত সেবা, শিক্ষা সচেতনতা, জন্ম নিবন্ধনের সরকারি খরচ, এবং তথ্য প্রযুক্তির সাহায্যে নারীরর ক্ষমতায়ন অর্জন নিয়ে অালোচনা করা হয়। অনুষ্ঠানে তথ্যসেবা সহকারী রাজিয়া অাক্তার, লাবনী অাক্তার উপস্থিত ছিলেন।