Notuner Kotha

মতলব উত্তরে ডাচ-বাংলার এজেন্ট ব্যাংকিংয়ের উদ্বোধন

মতলব উত্তর ব্যুরো:
মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের টরকি বাজারে শুরু হয়েছে ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং। শাখাটির পরিচালনায় রয়েছে স্থানীয় প্রতিষ্ঠান আল-আমিন এন্টারপ্রাইজ।
বুধবার (১৫ জানুয়ারী) টরকি বাজারের এজেন্ট ব্যাংকিংয়ের উদ্বোধন উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সমাজসেবক মো. ফরিদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, এ্যাড. জাকির হোসেন খন্দকার। শাখাটির উদ্বোধন করেন ডাচ-বাংলা ব্যাংকের চাঁদপুর শাখার এরিয়া ম্যানেজার শাখাওয়াত হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাচ-বাংলা ব্যাংকের সেলস ম্যানেজার রতন কবির মিতা, দেওয়ান টেলিকমের সত্ত্বাধিকারী আবু বকর সিদ্দিক দেওয়ান, সমাজসেবক আবুল বাশার খোকন, মো. দুলাল মেম্বার, উপজেলা মহিলালীগের সাধারণ সম্পাদক প্রার্থী লাভলী আক্তার, মহিলা লীগ নেত্রী হাসিনা আক্তার, শিউলী আক্তার,
এজেন্ট ব্যাংকিংয়ের এ শাখার স্বত্বাধিকারী আল-আমিন বাবু জানান, শাখাটিতে সঞ্চয়ী হিসাব খোলা, নগদ টাকা জমা ও উত্তোলন, ডিপিএস, এফডিয়ার, এটিএম কার্ড প্রদান, অন্য একাউন্ট থেকে টাকা হস্তান্তর, পিন দিয়ে রেমিটেন্সের টাকা গ্রহণ, বিল পে, এসএমএস ব্যাংকিং এবং ব্যালেন্স অনুসন্ধান’সহ যাবতীয় সেবা দেওয়া হবে। এ ব্যাংকিং ব্যবস্থা পরিচালিত হবে বায়োমেট্রিক পদ্ধতির একাউন্টের মাধ্যমে।