Notuner Kotha

কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা

ওমর ফারুক সাইম॥
কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্পন ও আলোচনা সভা এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) সকালে কলেজের চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের সামনে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কলেজ গভর্নিং বডির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভর নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান অতিথি, বিশেষ অতিথি, কলেজের অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন শেষে কলেজ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ও কলেজ গভর্নিং বডির সভাপতি দীপায়ন দাস শুভ’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান শিশির।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহ মো. জালাল উদ্দীন চৌধুরী।
কলেজের সহকারী অধ্যাপক মো. শাহাদাত হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কলেজের গভনিং বডির সাবেক অভিভাবক সদস্য আনোয়ার হোসেন শিকদার, কচুয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক ইত্তেফাকের কচুয়া প্রতিনিধি আবুল হোসেন, কচুয়া বার্তার সম্পাদক মো. আলমগীর তালুকদার, দৈনিক ভোরের কাগজের কচুয়া প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মো. রাকিবুল হাসান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সনতোষ চন্দ্র সেন, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোসলেহ উদ্দীন রিমু, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসুদ মজুমদার অনিক প্রমূখ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ বিভিন্ন শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
এসময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক ও বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ছবি২ঃ কচুয়া সরকারি বঙ্গবন্ধু ডিগ্রি কলেজে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের একাংশ।