• ঢাকা
  • শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫ জানুয়ারি, ২০২০
সর্বশেষ আপডেট : ৫ জানুয়ারি, ২০২০

বিপাকে মরিনহো

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

অনলাইন ডেস্ক

নতুন বছরের শুরুটা মোটেও ভালো হয়নি হ্যারি কেনের। ২৬ বছর বয়সী ফরোয়ার্ড মার্চের আগে মাঠে ফিরতে পারবেন কিনা তা এখনও অনিশ্চিত। ইংলিশ অধিনায়ক হ্যামস্ট্রিং চোটে পড়েছেন, এমনটাই জানিয়েছে তার ক্লাব টটেনহাম।

গত বুধবার সাউদাম্পটনের মাঠে চোট পাওয়ায় ৭৫ মিনিটের সময় খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে হয় কেনকে। সেই ম্যাচে ১-০ গোলে হেরে যায় স্পার্সরা। এরপর গত শুক্রবার টটেনহাম কোচ হোসে মরিনহো ইংলিশ ফরোয়ার্ডের চোট সম্পর্কে জানান, তারা ‘খারাপ সংবাদের’ আশা করছেন।
শেষ পযর্ন্ত পর্তুগিজ কোচের অনুমানই ঠিক হয়েছে। দলের কঠিন সময়ে হয়তো মার্চের আগে ফিরতে পারবেন না কেন। তার মধ্যে রবিবার এফএ কাপে তৃতীয় রাউন্ডে মিডলসবার্গের বিপক্ষে দর্শক হয়ে থাকতে হবে তাকে।

দলের অন্যতম অস্ত্রকে হারানো নিয়ে আক্ষেপ প্রকাশ করে মরিনহো বলেন, ‘সবাই জানে সে কে আর দল, সমর্থক ও ক্লাবের জন্য সে কী অর্থ বহন করে।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • খেলাধুলা এর আরও খবর
error: Content is protected !!