Notuner Kotha

সূর্যের আলোতে কাজ নিষিদ্ধ ৩ মাস সৌদিতে

অনলাইন ডেস্ক :

সৌদি আরবে দিনের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় সূর্যের আলোতে কাজ নিষিদ্ধ করেছে সৌদি শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। ঘোষণায় বলা হয়েছে, আগামী ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত তিন মাস দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উন্মুক্ত সূর্যালোকে কোনো শ্রমিককে দিয়ে কাজ করানো যাবে না।

সৌদি শ্রম মন্ত্রণালয় আরও জানিয়েছে,  শ্রমিকদের মানবিক বিষয় বিবেচনায় এবং স্বাস্থ্যগত নিরাপত্তায় এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আদেশ বাস্তবায়নে কোনো ব্যত্যয় ঘটলে ১৯৯১১ নম্বরে কল করতে বলেছে কর্তৃপক্ষ। এর ভিত্তিতে সংশ্লিষ্ট কোম্পানি কিংবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে সৌদি শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়।

সৌদি আরবে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের এ আদেশ মেনে চলতে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটও আহ্বান জানিয়েছে।