Notuner Kotha

চাঁদপুরে মেঘনায় গোসল করতে গিয়ে কুমিল্লার কলেজ ছাত্র নিখোঁজ

নিজস্ব প্রতিনিধি:
চাঁদপুর মেঘনার চরে বেড়াতে গিয়ে পানিতে ডুবে রাশেদুল ইসলাম রাফিদ নামের এক কলেজ ছাত্র নিখোঁজ হয়েছে। তাকে উদ্ধারে দমকল বাহিনীর ডুবুরীরা অভিযান চালিয়ে যাচ্ছে। বুধবার সকালে ৮ জনের একটি দল কুমিলøা থেকে চাঁদপুর মেঘনা চরে আসে। সেখানেই একত্রে গোসল করা অবস্থায় নিখোঁজ হয়। রাফিদ কুমিলøা শিÿাবোর্ড মডার্ন কলেজের দ্বাদশ শ্রেণীর শিÿার্থী।

চাঁদপুর নৌ থানার ওসি মো. আবু তাহের জানান, কুমিলøার কলেজ ছাত্র নিখোঁজ হওয়ার খবর পেয়ে পুলিশ সেখানে যায়। দীর্ঘ সময় ধরে খোজাখুজি করেছি। এখনো পর্যন্ত নিখোঁজ শিÿার্থীর খোজ পাওয়া যায়নি।

চাঁদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ আহমেদ জানান, নিখোঁজ কুমিলøার কলেজ ছাত্রকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে। আমরা সর্বত্বাক চেষ্টা চালিয়ে যাচ্ছি।

নিখোঁজ শিক্ষাথী রাশেদুল ইসলাম রাফিদের সহপাঠী রুবায়েদ সাবাব সাংবাদিকদের জানান, বুধবার সকালে তারা ৮ বন্ধু চাঁদপুর বেড়াতে আসে। এ সময়ে তারা মেঘনা নদীর চরে (মিনি কক্সবাজার) যায়। সবাই মিলে পানিতে নেমে ডুবাতে থাকে। বেলা পৌনে ১টায় জোয়ারের পানি বৃদ্ধি পেলে সাঁতার না জানায় রাশেদুল ইসলাম রাফিদ পানিতে তলিয়ে যায়।

বন্ধুদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসলেও রাফিদের সন্ধান পায়নি। খবর পেয়ে চাঁদপুর নৌ দমকল বাহিনীর ডুবুরীরা এসে সন্ধান করতে থাকে। নিখোঁজ শিক্ষাথী রাফিদ কুমিলøার বন কর্মকর্তা রফিকুল ইসলামের একমাত্র ছেলে। তাদের বাসা টমছম ব্রিজ এলাকায়।