Notuner Kotha

বিতর্কিত সিদ্ধান্ত পাকিস্তানের জনগণ কখনও মেনে নেবে না: বিলওয়াল

অনলাইন ডেস্ক:

ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট মামলায় সাবেক প্রেসিডেন্ট জারদারির জামিন আবেদন নাকচের বিষয়টিকে অগ্রহণযোগ্য আখ্যায়িত করে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো বলেছেন, এমন বিতর্কিত সিদ্ধান্ত জনগণ কখনও মেনে নেবে না। খবর জিয়ো নিউজের।

জারদারির গ্রেফতারির প্রতিক্রিয়ায় বিলওয়ার বলেন, সবসময়ই আদালতে আমরা নিজেদের নির্দোষ প্রমাণে সক্ষম হয়েছি। সামনেও এ মামলায় আমরা নির্দোষ প্রমাণিত হবো।

এ রায় প্রভাবিত ও অগ্রহণযোগ্য হলেও পাকিস্তান পিপলস পার্টি আইনের প্রতি আস্থাশীল বলে জানান বিলওয়াল।

প্রসঙ্গত, আসিফ আলি জারদারি পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারম্যান। পাকিস্তানের প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর স্বামী জারদারি ২০০৮ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিলাওয়াল জারদারি ও বেনজির ভুট্টোর ছেলে।