Notuner Kotha

জেলা সমাজসেবার উদ্যোগে ১৯২জনকে ৯৬ লক্ষ টাকার অনুদান প্রদান

স্টাফ রিপোর্টার:

চাঁদপুর সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগে আক্রান্ত রোগী এমন ১৯২জনকে ৫০ হাজার টাকা করে সর্বমোট ৯৬ লক্ষ টাকার অনুদানের চেক প্রদান করা হয়েছে। সমাজসেবা অধিদফতর হতে বিগত ২০১৮-১৯ অর্থবছরে এ অনুদান প্রদান করা হয়।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) ২জন ক্যান্সার ও ১জন কিডনী, রোগে আক্রান্ত রোগীর স্বজনকে ৫০ হাজার টাকা হারে সর্বমোট ১ লক্ষ ৫০ হাজার টাকা এবং বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর (ত্রিপুরা) ০৪ টি পরিবারকে ৪ হাজার টাকা হারে ১৬,০০০ টাকার চেক হস্তান্তর করেন।
মঙ্গলবার যারা অনুদান পেলেন ১. ফাতেমা বেগম, স্বামীঃ মৃত মোঃ হোসেন মিয়া, গ্রামঃ নওহাটা রামপুর, হাজীগঞ্জ ২. নূরুন্নেছা বেগম, স্বামীঃ মৃত মোঃ দেলু শেখ, গ্রামঃ দঃ গোবিন্দিয়া, চাঁদপুর সদর ৩. মিসেস শাহনাজ, স্বামীঃ মৃত মনির হোসেন পাটোয়ারী, গ্রামঃ বলাখাল, হাজীগঞ্জ ৪. শোভা রানী ত্রিপুরা, স্বামীঃ মৃত যুবরাজ ত্রিপুরা, গ্রামঃ বালিয়া, পোঃ ফরাক্কাবাদ, চাঁদপুর সদর ৫. ছায়া রানী ত্রিপুরা, স্বামীঃ মৃত নেপাল ত্রিপুরা, গ্রামঃ বালিয়া, পোঃ ফরাক্কাবাদ, চাঁদপুর সদর ৬. মিতা রানী ত্রিপুরা, স্বামীঃ রবিন ত্রিপুরা, গ্রামঃ বালিয়া, পোঃ ফরাক্কাবাদ, চাঁদপুর সদর ও ৭. কাঞ্চন দেবী, পিতাঃ মৃত নিক নকুঞ্জ ত্রিপুরা, গ্রামঃ বালিয়া, পোঃ ফরাক্কাবাদ, চাঁদপুর সদর, চাঁদপুর।