Notuner Kotha

পূর্ব হাটিলা ইউনিয়নে স্থগিত ২টি ওয়ার্ডের দ্রুত নির্বাচনের দাবী

রেজাউল করিম নয়ন/গাজী মহিনউদ্দিন॥

হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অধীনস্থ ১২টি ইউনিয়নের মধ্যে ১০টি ইউনিয়নের সম্মেলন সফলভাবে স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে সমাপ্ত হয়েছে। একইভাবে ওয়ার্ড কমিটিগুলোও স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে সম্পন্ন হয়েছে।

এর মধ্যে হাটিলা পূর্ব ইউনিয়নের সকল ওয়ার্ডের সম্মেলন সমাপ্ত হলেও গত ২৫ অক্টোবর ২নং ওয়ার্ডের সম্মেলন হওয়ার কথা ছিল। সে অনুযায়ী সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কিন্তু সম্মেলন চলাকালিন সময়ে কিছু বহিরাগত উশৃঙ্খল যুবকদের কারণে সম্মেলন স্থগিত করা হয়।

 

পরবর্তীতে হাটিলা ইউনিয়নের উপজেলা সমন্বয় কমিটির প্রধানের ডাকে ০১ ডিসেম্বর ০২ নং ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীগণ হাজীগঞ্জ বাজারস্থ মৈত্রী শিশু উদ্যানে একটি সভা অনুষ্ঠিত হয়। সেখানে ওই ওয়ার্ডে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীগণ স্বেচ্ছায় স্বাক্ষর করি এবং ওই ভোটার তালিকা অনুযায়ী ভোটগ্রহণ করার জন্য উপজেলা সমন্বয়কের কাছে আবেদন জানায়।

আবেদনপত্রে স্বাক্ষরকারীরা হলো সভাপতি পদ প্রার্থী শাহ মো. ছগির পাটওয়ারী, মো. শহীদুল্যাহ, মো. মোস্তফা পাটওয়ারী। সাধারণ সম্পাদক পদ প্রার্থী মিজান সর্দার, মো. ফারুক মিয়াজী, ছফিউল্যাহ।