Notuner Kotha

কচুয়ায় পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি ॥
‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ এই স্লোগানে চাঁদপুরের কচুয়ায় পুলিশিং ডে উপলক্ষ্যে বণার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকালে কচুয়া থানা ও কমিউনিটি পুলিশের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার ও কচুয়া সার্কেল শেখ রাসেল।
কচুয়া থানা অফিসার ইনচার্জ ওয়ালী উল্যাহ অলির সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সন্তোষ চন্দ্র সেনের পরিচালনায় ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, কচুয়া থানার ওসি (তদন্ত) মোঃ শাহ কামাল, কচুয়া থানা পুলিশিং কমিটির সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদ পাঠান, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ রাকিব হাসান, পুলিশিং কমিটির সহ-সভাপতি নুরে আলম চৌধুরী, যুগ্ন-সাধারান সম্পাদক প্রিয়তোষ পোদ্দার,মোঃ হুমায়ন কবির প্রধান, কোষাধক্ষ বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার সিকদার, উপদেষ্টা মন্ডলী সদস্য মোঃ অহিদুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক মোঃ ওমর ফারুক মিয়াজী, কচুয়া পৌর পুলিশিং কমিটির সভাপতি সালাউদ্দিন মানিক, সাধারন সম্পাদক খোরশেদ আলম খোকন, কচুয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি মোঃ জাকির হোসেন বাটা, পৌর পুলিশিং কমিটির কোষাধক্ষ মোঃ সাইফুল ইসলাম, কচুয়া থানার সেকেন্ড অফিসার মোঃ আল আমিন, পুলিশ পরিদর্শক (এসআই) মোঃ মোবারেক হোসেন, ৯নং কড়ইয়া ইউনিয়ন পুলিশিং কমিটির সভাপতি জিএম খোরশেদ আলম প্রমুখ। এসময় কচুয়া উপজেলা পুলিশিং কমিটির বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।