Notuner Kotha

চাঁদপুরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় কলেজ ছাত্রের উপর কিশোর গ্যাংয়ের হামলা

চাঁদপুর, ২৪ অক্টোবর, বৃহস্পতিবার:

চাঁদপুর শহরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় দেলোয়ার হোসেন (২১) নামের এক মেধাবী কলেজ ছাত্রের ওপর হামলা চালিয়ে তাকে রক্তাক্ত জখম করেছে কিশোর গ্যাংরা।

২৪ অক্টোবর বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় শহরের হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন অঙ্গীকারে এ ঘটনা ঘটে।

আহত দেলোয়ার হোসেন ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম আলোনিয়া গ্রামের লেদু মিয়ার ছেলে। সে চাঁদপুর সরকারি কলেজের ইংরেজী বিভাগের ২য় বর্ষের মেধাবী ছাত্র। বর্তমানে সে চাঁদপুর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

আহত দেলোয়ার হোসেন জানায়, সে চাঁদপুর জিয়া হোস্টেলে থেকে সরকারি কলেজের ইংরেজি বিভাগে পড়ালেখা করছে। ২৪ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১২ টার সময় অঙ্গীকারে বসে অবসর সময় কাটাচ্ছিলেন। এসময় তার নিকটতমস্থানে অন্য দু’জন কিশোর-কিশোরী কথা বলছিলেন। একই সময় চাঁদপুর আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের ছাত্র ও প্রপেসর পাড়া এলাকার সফিক পাটওয়ারীর ছেলে সুসান তার সাথের আরো ১৫/২০ জন উঠতি বয়সের ছাত্রদেরকে নিয়ে সেখানো জড়ো হন। তারা সেখানে ওই দুই কিশোর -কিশোরীকে ইঙ্গিত করে বিভিন্ন আজে বাজে কথা বলেন। তখন আহত দেলোয়ার তাদেরকে এমন আচরণ করার কারণ জানতে চাইলে তারা সবাই দেলোয়ারকে এলোপাতাড়ি মারতে থাকে।

এ ঘটনার প্রত্যক্ষদর্শী বাবুল নামের এক অটোতে থাকা যাত্রী সহ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, ওই কিশোর গ্যাংরা দেলোয়ারকে ক্রিকেট খেলার ব্যাট এবং দেশীয় অস্ত্র দিয়ে মাথা এবং শরীরে আঘাত করে।

খবর পেয়ে চাঁদপুর জিয়া হোস্টেলে থাকা অন্যান্য ছাত্ররা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করান।

এসময় ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান সহ কলেজের অন্যান্য ছাত্ররা হাসপাতালে তাকে দেখতে ছুটে যান।

এ ব্যাপারে চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তবে অভিযুক্তদের কারো বক্তব্য পাওয়া যায়নি।