• ঢাকা
  • শুক্রবার, ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৩
সর্বশেষ আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২৩

১০ হাজার ইয়াবাসহ হাজীগঞ্জের সোনাইমুড়ী রনি চাঁদপুরে আটক

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

চাঁদপুর শহরের বাবুরহাট এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ সাদিকুর রহমান রনি (৩৮) নামের মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) ভোরে শহরের বাবুরহাট জমজম সুইটসের সামনে থেকে তাকে আটক করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।

আটক সাদিকুর রহমান রনি জেলার হাজীগঞ্জ উপজেলার সোনাইমুড়ি গ্রামের বজলুর রহমানের ছেলে।

দুপুরে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ জানায়, শহরের বাবুরহাট মোড়ের জমজম সুইটসের সামনে চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মুহসীন আলমের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে থানার চৌকস অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. কামাল উদ্দিন ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সাইফুলসহ সংঙ্গীয় সদস্যরা আটক রনির হাতে থাকা হলুদ রংয়ের শপিং ব্যাগ জব্দ করে। পরে তার ব্যাগে থাকা ১০ হাজার পিস ইয়াবাসহ তাকে আটক করে থানায় নিয়ে আসে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম বলেন, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম এর নিদেশে অভিযান পরিচালনা হচ্ছে। আটক ব্যাক্তির বিরুদ্ধে থানায় মামলা হবে। মাদকের সাথে আমাদের কোন আপোষ নেই। মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • চাঁদপুর সদর এর আরও খবর
error: Content is protected !!