হাজীগঞ্জ উপজেলার আলীগঞ্জে চার ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জুন) সকালে উপজেলা আলীগঞ্জ বাজারে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান মানিক এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এতে ড্রাগ লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ায় মা মেডিসিন কর্ণারের মালিক জাকির হোসেনকে ১০হাজার টাকা ও ড্রাগ আইন ১২৭ ধারা টেস্টি মি, ইনো, এসএমসি ফ্রুটি ৩বক্স জব্দ, ড্রাগ লাইসেন্স না থাকায় মানবসেবা মেডিসিন কর্ণারের ডা. কায়কোবাদকে ১৫হাজার টাকা, মেয়াদোত্তীর্ন ঔষুধ ও নকল মাস্ক রাখায় তুলি ফার্মেসীর মালিক মফিজুল ইসলামকে ১০ হাজার টাকা, সুরক্ষা ফার্মেসীর মালিক অঞ্জন দাসকে ১৫ হাজার টাকা ল’সহ মোট ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে ওই সময় চাঁদপুর জেলা ঔষুধ প্রশাসন সহকারী পরিচালক ফ্লোরা ইয়াসমিন, হাজীগঞ্জ থানার এসআই মো. নাজিম উদ্দীন’সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।