হাজীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির আয়োজনে মাসব্যাপী শিল্প ও পন্য মেলার উদ্বোধন করা হয়েছে। রোববার (৩০ এপ্রিল) বিকালে পৌরসভাধীন আলীগঞ্জ পিটিআই মাঠে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ মেলার উদ্বোধন করা হয়। চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম প্রধান অতিথি হিসাবে টেলিকনফারেন্সে বক্তব্যের মাধ্যমে এ মেলার উদ্বোধন করেন।
বক্তব্যের পর প্রধান অতিথির পক্ষে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুল ইসলাম। এ সময় তিনি শুভেচ্ছা বক্তব্য রাখেন। এছাড়া বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন, পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী মনির হোসেন, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাফেজ মো. মোস্তফা কামাল প্রমুখ।
হাজীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুন্সী মোহাম্মদ মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আলীগঞ্জ প্রাইমারি টির্চাস ট্রেনিং ইনিস্টিটিউটের (পিটিআই) ইনস্ট্রাক্টর সঞ্জয় সরকার, উপজেলা স্যানেটারি পরিদর্শক ও ভারপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মো. সামছুল ইসলাম রমিজ, পৌর ৮নং ওয়ার্ডের কাউন্সিলর হাজী মো. কবির হোসেন কাজী, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আজাদ হোসেন মজুমদার।
সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিফাতের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন, বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন লিটন, পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল আলম বেপারী প্রমুখ। এ সময় হাজীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সকল পর্যায়ের সদস্য ও উপজেলায় কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।