হাজীগঞ্জে রায়চোঁ আগুনে বসতঘর পুড়ে ছাই

  • আপডেট: ০৩:০৩:১০ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩
  • ৪২

মোহাম্মদ উল্যাহ বুলবুল॥
হাজীগঞ্জে আগুনে পুড়ে একটি বসতঘর ছাই হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটায় বড়কুল পূর্ব ইউনিয়নের রায়চোঁ গ্রামে মালি বাড়ির শংকরের বসতঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় বসতঘর ও ঘরে থাকা মালামাল পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট-সার্কিটে এই অগ্নিকান্ডে ঘটনা ঘটেছে।

জানা গেছে, এদিন রাতে নিজ বসতঘরে আগুন দেখে জীবন বাচাঁতে পরিবারের লোকজন তাৎক্ষণিক ঘর থেকে বের হয়ে পড়েন এবং তারা ডাক-চিৎকার দেন। এ সময় তাদের ডাক চিৎকারে শুনে বাড়ির লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন এবং তারা আগুন নেভাতে চেষ্টা করেন।

খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু ততক্ষণে বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এতে বসতঘর, ঘরে থাকা আসবাবপত্র, স্বর্ণালংকার, নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সবকিছু পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাৎখনিক তাদের নগদ ৬ হাজার টাকা, ২ প্যাকেট (বস্ত) খাবার প্রদান করেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাকির হোসাইন উপস্থিত ছিলেন।

এ ছাড়াও স্থানীয় সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

সর্বাধিক পঠিত

স্বামীর ঋণের টাকা নিয়ে ২ সন্তান রেখে পরকীয়া প্রেমিকের সাথে উধাও গৃহবধু

হাজীগঞ্জে রায়চোঁ আগুনে বসতঘর পুড়ে ছাই

আপডেট: ০৩:০৩:১০ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩

মোহাম্মদ উল্যাহ বুলবুল॥
হাজীগঞ্জে আগুনে পুড়ে একটি বসতঘর ছাই হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটায় বড়কুল পূর্ব ইউনিয়নের রায়চোঁ গ্রামে মালি বাড়ির শংকরের বসতঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় বসতঘর ও ঘরে থাকা মালামাল পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট-সার্কিটে এই অগ্নিকান্ডে ঘটনা ঘটেছে।

জানা গেছে, এদিন রাতে নিজ বসতঘরে আগুন দেখে জীবন বাচাঁতে পরিবারের লোকজন তাৎক্ষণিক ঘর থেকে বের হয়ে পড়েন এবং তারা ডাক-চিৎকার দেন। এ সময় তাদের ডাক চিৎকারে শুনে বাড়ির লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন এবং তারা আগুন নেভাতে চেষ্টা করেন।

খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু ততক্ষণে বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এতে বসতঘর, ঘরে থাকা আসবাবপত্র, স্বর্ণালংকার, নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সবকিছু পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাৎখনিক তাদের নগদ ৬ হাজার টাকা, ২ প্যাকেট (বস্ত) খাবার প্রদান করেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাকির হোসাইন উপস্থিত ছিলেন।

এ ছাড়াও স্থানীয় সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন।