হাজীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জামায়াতে ইসলামীর সদস্য মোজাম্মেল হোসেন মজুমদার পরান (৫৪), আল কাউসার ট্রাস্ট্রের সেক্রেটারী এবিএম আব্দুর রব (৭২) ও আল কাউসার স্কুলের সহকারী প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক (৪৫) আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ জানুয়ারী) তাদেরকে আটক করা হয়।
থানা সূত্রে জানা গেছে, নিষিদ্ধ রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের গোপন বৈঠক চলাকালে এদিন আল কাউসার স্কুল ও আল কাউসার মাদরাসায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানসহ জামায়াতে ইসলামীর তিন নেতাকে আটক করে হাজীগঞ্জ থানায় নিয়ে আসা হয়।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।