জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ইজু-ওগাসাওয়ারায় ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
রাজধানী টোকিওর দক্ষিণে অবস্থিত ওই দ্বীপটিতে সোমবার সকালে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। খবর আনাদোলুর।
মার্কিন ভূতত্ত্ব জরিপ কেন্দ্রের তথ্যানুযায়ী, স্থানীয় সময় সোমবার ভোর ৪টা ৪৯ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৭টা ৪৯ মিনিটে) ভূমিকম্পটি আঘাত হানে।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৪০৯.১ কিলোমিটার গভীরে। তাৎক্ষণিকভাবে ক্ষতি বা কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]
দ্বীপটি টোকিও থেকে এক হাজার কিলোমিটার দক্ষিণে অবস্থিত। ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ
মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com