আজ মঙ্গলবার সন্ধ্যায় হাজীগঞ্জ পৌর মহাশ্মশান শিব চতুরদশীর উপলক্ষে পূজা উদযাপন অনুষ্ঠানটি হয়।উক্ত অনুষ্ঠানটি আয়োজন করেন হাজীগঞ্জ পৌর মহাশ্মশানের সভাপতি অপন সাহা ও সাধারণ সম্পাদক স্বপন সাহা, দপ্তর সম্পাদক শ্যামল কুমার সাহা। এই সময় আরো উপস্থিত ছিলেন হাজীগঞ্জ পূজা উদযাপন পরিষদের অর্থ বিষয় সম্পাদক রতন চন্দ্র সাহা, পৌর পূজা উদযাপন পরিষদের এর সহ সভাপতি প্রদীপ কুমার সাহা, সৎকার সমিতির সদস্য মহন্ত সাহা, দুলু সাহা, ত্রিশূল সংঘের সভাপতি রবি রায় চৌধুরী, প্রতি বছরের ন্যায় এবারও হাজীগঞ্জ পৌর মহাশ্মশান শিব চতুরদশীর উপলক্ষে পূজা উদযাপন হয়।
শিবরাত্রির অর্থ হল শিবের রাত্রি। এদিন পার্বতীর সঙ্গে মহাদেবের বিয়ে হয় বলে প্রচলিত বিশ্বাস। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয়। সনাতনী পরিবার ও বিশ্ব শান্তি কল্যাণ এ শিব পূজা আয়োজন করে থাকে। অনুষ্ঠানে শেষ প্রাসাদ বিতরণ করা হয়।