মো. হাবিবুর রহমান ভূঁইয়াঃ
আধুনিক বিশ্ব প্রযুক্তিগতভাবে বিজ্ঞানের দিক থেকে এত এগিয়ে গেছে, আমরা যদি সেই প্রযুক্তি এবং বিজ্ঞানের সাথে তাল মিলিয়ে এগোতে না পারি, তাহলে আমরা পিছিয়ে পড়ে যাব। অর্থনৈতিকভাবে আমরা এগোতে পারবোনা আপনারা নিশ্চয়ই বুঝেছেন অর্থনৈতিক শক্তি এই পৃথিবীতে অর্থনৈতিক শক্তি একটা বিরাট শক্তি সামরিক শক্তির চেয়ে ও অর্থনৈতিক শক্তি কোন অংশেই কম পরিচালিত হয় না। অর্থনৈতিক শক্তি বৃদ্ধি করতে হলে আমাদেরকে প্রযুক্তি গত উদ্দেশ্য সাধন প্রয়োজন, আমাদের শিক্ষাব্যবস্থার সাথে কি কাজ সংযোজন করলে কোন কোন বিষয় সংযোজন করলে শিক্ষার্থীরা আধুনিক বিশ্বের সাথে আধুনিক প্রযুক্তির সাথে পরিচিতি হওয়া এবং সেখানে পারদর্শী হয়ে বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াতে পারবে, এটাই আমাদের মূল লক্ষ্য। আধুনিক যুগের সাথে যদি আমরা তাল মিলিয়ে চলতে না পারি, তাহলে পৃথিবীর অন্যান্য দেশ থেকে আমরা পিছিয়ে পড়ে যাব। উপরোক্ত কথাগুলো বলেছেন হাজীগঞ্জে শাহারাস্তি গণমানুষের নেতা মহান মুক্তিযুদ্ধের ১ নং সেক্টর কমান্ডার সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী মেজর( অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমএম পি। তিনি গতকাল মঙ্গলবার(,১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে শাহরাস্তি উপজেলধীন, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা এতিমখানা মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের প্রধানদের সাথে মতবিনিময় সভায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
উপজেলা নির্বাহি কর্মকর্তা শিরিন আক্তারের সভাপতিত্বে সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জহিরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নহার কাজল শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মান্নান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ লুৎফুর রহমান ভূঁইয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবু ইসহাক, হাফেজ মাওলানা মোঃ মিজানুর রহমান, মাওলানা মোঃ মাহমুদুর রহমান, মাওলানা মোঃ ফারুক আহমেদ, মুফতি হাবিবুল্লাহ মেজবাহ, উপজেলা ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ মুজিবুর রহমান, মোঃ রফিকুল ইসলাম প্রমুখ, মতবিনিময় শেষে জেলা প্রশাসকের তরফ থেকে প্রাপ্ত ৭০টি প্রতিষ্ঠানে ৩৪৩০টি কাপড়ের তৈরি মস্ক এবং ২০টি প্রতিষ্ঠান, ও হেফজ খানায় ৫০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।