মো. হাবিবুর রহমান ভূঁইয়াঃ
শাহরাস্তি উপজেলার বিভিন্ন ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার।
লাইসেন্স না থাকায় একজন ইট ভাটার মালিককে ১০,০০০/ (দশ হাজার টাকা) অর্থদন্ড প্রদান করা হয়েছে।মোবাইল কোর্টে সহযোগিতা করেছেন শাহরাস্তি থানার পুলিশ ফোর্স।
শাহরাস্তি উপজেলার সকল ইটভাটার মালিকগণকে সরকারি নিয়মানুযায়ী বৈধভাবে (লাইসেন্স, পরিবেশ যাতে দূষিত না হয় সে ধরণের জ্বালানীর ব্যবহার, কৃষি জমি , গ্রামীণ মাটির রাস্তার যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রেখে) ইট ভাটা পরিচালনা করার জন্য অনুরোধ করেছেন। অন্যথায় মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার।