নিজস্ব প্রতিনিধি ॥
হাজীগঞ্জ উপজেলার ধড্ডা গ্রামের এক প্রবাসীর পরিত্যক্ত রান্না ঘরে রহস্যজনক অগ্নিকান্ডের অভিযোগ উঠেছে। গত রবিবার রাত ৩টায় ধড্ডা গ্রামে পাটওয়ারী বাড়ীতে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ধড্ডা গ্রামে পাটওয়ারী বাড়ীর প্রবাসী মো.মনির হোসেনের বসত ঘরে সাথে পরিত্যক্ত রান্না ঘরে কেবা কাহারা আগুন লাগিয়ে দিলে তার মেয়ে পপি আক্তার আগুনের ধোঁয়া দেখতে পেয়ে ডাক চিৎকার দিলে লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ আনে। কেবা কাহার রান্না ঘরে আগুন লাগিয়ে দিয়েছে তা আমাদের জানা নেই।
প্রবাসীর স্ত্রী ফয়েজুল নেছা জানান,গত রবিবার মধ্যে রাতে বসত ঘরের পাশে পরিত্যক্ত রান্না ঘরে কেবা কাহারা শত্রুতামি করে আগুন লাগিয়ে দিলে আমার মেয়ে পপি আক্তার আগুনের ধোঁয়া দেখতে পেয়ে চিৎকার করলে আমি ঘরের দরজা খুলে দেখতে পাই আমার পাশের বাড়ীর প্রতিবেশী মৃত মুখলেছুর রহমানের ছেলে মোস্তাজিুর রহমান,আলা-আমিন,আবিদুর রহমানের ছেলে সাহান হোসেন বসত ঘরের সামনে থেকে দৌড়িয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগীতা আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। মোস্তাজিুর রহমান,আলা-আমিন গংদের সাথে বাড়ীর জমিজমা নিয়ে পূর্বের শত্রুতা রয়েছে।