মো. মহিউদ্দিন আল আজাদ॥
চাঁদপুরের হাজীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে ১২ঘন্টার ব্যবধানে ২জন মৃত্যুবরণ করেছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের বলিয়া গ্রামে মজিবুর রহমান নামে (৭০) বছরের এক বৃদ্ধা এবং বুধবার সকাল সাড়ে ৮টায় একই গ্রামের হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী জাহাঙ্গীর আলম (৬০) নামের এক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে নিহত হয়।
হাজীগঞ্জের বলিয়া গ্রামের নিহত মজিবুর রহমানের ছেলে মনির হোসেন মুঠো ফোনে জানান, আমার বাবা কয়েকদিন দিন ধরে জ¦র, সর্দি, কাশিসহ আরো নানান রোগে ভূগছিলেন। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় নিহত হয়। এলাকার কোন লোকই আমাদের সহযোগিতা করেনি বরং সবাই পালিয়ে যায়। পরে অতিরিক্ত পুলিশ সুপার আফাজাল স্যারের সাথে যোগাযোগ করি। স্যার নিজেই এসে উপজেলা দাফন কাফন কমিটির সহযোগিায় বুধবার সকাল সাড়ে ৭টায় দাফন সম্পন্ন করি।
অপর দিকে বুধবার সকাল সাড়ে ৮টায় নিহত একই গ্রামের বাসিন্দা হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী জাহাঙ্গীর আলম (৬০) করোনা উপসর্গ নিয়ে নিহত হন। উপজেলা দাফন কমিটির সহযোগিতায় তার দাফন করা হয়। নিহত মজিবুর রহমান গত কয়েক দিন জ্বর. সর্দি ও শ্বাস কষ্টে ভূগছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আফজাল হোসেন জানান, হাজীগঞ্জের বলিয়ায় নিহত মজিবুর রহমানের মৃতদেহ রাতে বাড়ীতে পড়ে থাকলেও এলাকার কোন জনপ্রতিনিধি এগিয়ে আসেনি। ভোরে আমি নিজে গিয়ে তাদেরকে ফোন করি। তবুও তারা আসেনি। পরবর্তীতে রিপোর্ট করার কথা বললে তারা এগিয়ে আসে। তবে তারা কোন সহযোগিতা করেনি। এমনকি এলাকাবাসি কবরটি পর্যন্ত করে দেয়নি। উপজেলা দাফন কমিটিই কবর খননের কাজ সম্পন্ন করে।
তিনি বলেন, যারা মৃত্যুবরণ করেন, তাদের দাফন কাপনে এগিয়ে আসা সামাজিকভাবে সবার কর্তব্য। অবহেলা করে দূরে থাকা অন্যদেরকে দাফন কাপনে আসতে বারণ করা এটা সমাজের প্রতি একটি অনিহা। এদেরকে সামাজিকভাবে চিহ্নিত করতে হবে।