ফরিদগঞ্জ পৌরসভার বয়স্ক বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রদান অব্যাহত

  • আপডেট: ১২:৫৪:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০
  • ২৫

ফরিদগঞ্জ প্রতিনিধি :

করোনা ভাইরাসের কারণে চলমান লকডাউনের মধ্যেও ফরিদগঞ্জ পৌরসভায় জিটুপি পদ্ধতিতে বয়স্ক বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রদান কর্মসূচী অব্যাহত রয়েছে। অনাহুত ভিড় এড়াতে পৌর মেয়র মাহফুজুল হকের পরামর্শে দুই দিন করে এক একটি ওয়ার্ডের ভাতা প্রদান করা হচ্ছে।

এছাড়া যারা ভাতার জন্য উপস্থিত হচ্ছেন তাদেরও পৌরসভার সামাজিক দুরত্ব বজায় রেখে বসার স্থান দিয়ে পর্যায়ক্রমে ততাদের ভাতা প্রদান করা হচ্ছে।

পৌরসভা কর্তৃপক্ষ জানায়, পৌরসভায় মোট ১৭শত লোককে এই ভাতার আওতায় রয়েছেন।

মেয়র মাহফুজুল হক মঙ্গলবার কয়েকজন বয়স্ক ভাতা প্রাপ্ত ব্যক্তির হাতে ভাতার টাকা তুলে দিয়ে বলেন, এই দু:সময়ে ভাতাপ্রাপ্ত ব্যক্তির হাতে টাকা তুলে দেয়ার মাধ্যমে তাদের কিছুটা হলেও সহায়তা হবে।

Tag :
সর্বাধিক পঠিত

শিশুর মধ্যে কোরআনি শিক্ষা থাকলে ভবিষ্যতে কল্যাণময় সমাজ ও রাষ্ট্র গঠনে সে ভূমিকা রাখবে-মোতাহার হোসেন পাটোয়ারী

ফরিদগঞ্জ পৌরসভার বয়স্ক বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রদান অব্যাহত

আপডেট: ১২:৫৪:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০

ফরিদগঞ্জ প্রতিনিধি :

করোনা ভাইরাসের কারণে চলমান লকডাউনের মধ্যেও ফরিদগঞ্জ পৌরসভায় জিটুপি পদ্ধতিতে বয়স্ক বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রদান কর্মসূচী অব্যাহত রয়েছে। অনাহুত ভিড় এড়াতে পৌর মেয়র মাহফুজুল হকের পরামর্শে দুই দিন করে এক একটি ওয়ার্ডের ভাতা প্রদান করা হচ্ছে।

এছাড়া যারা ভাতার জন্য উপস্থিত হচ্ছেন তাদেরও পৌরসভার সামাজিক দুরত্ব বজায় রেখে বসার স্থান দিয়ে পর্যায়ক্রমে ততাদের ভাতা প্রদান করা হচ্ছে।

পৌরসভা কর্তৃপক্ষ জানায়, পৌরসভায় মোট ১৭শত লোককে এই ভাতার আওতায় রয়েছেন।

মেয়র মাহফুজুল হক মঙ্গলবার কয়েকজন বয়স্ক ভাতা প্রাপ্ত ব্যক্তির হাতে ভাতার টাকা তুলে দিয়ে বলেন, এই দু:সময়ে ভাতাপ্রাপ্ত ব্যক্তির হাতে টাকা তুলে দেয়ার মাধ্যমে তাদের কিছুটা হলেও সহায়তা হবে।